ছয়ফুল আলম সাইফুল, মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার হাজীপুর ইউনিয়নের নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয় ও কলেজের এইচ এস সি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদেরকে এভারগ্রীন হাজীপুরের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়। ২৬ সেপ্টেম্বর ২০১৮ (বুধবার) দুপুর ১২ ঘটিকায় নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয় ও কলেজ অডিটরিয়ামে এইচ এস সি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান অনুষ্টানে এভারগ্রীন হাজীপুরে সভাপতি মিজানুর রহমান রুহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলার সমাজসেবা অফিসার নুরুল মাহমুদ ভুঁইয়া, হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু, নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয় ও গভর্নিং বডির সভাপতি রেজাউর রহমান চৌধুরী কয়ছর, সাবেক চেয়ারম্যান মোঃ মাহমুদ আলী, সাবেক সভাপতি মোঃ সমুজ আলী, প্রিন্সিপাল প্রভাত চন্দ্র শর্ম্মা, অগ্রনী ব্যাংক কটারকোনা শাখার ব্যবস্থাপক প্রদীপ কুমার দত্ত, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইয়াকুব আলী, ওসমানী স্মৃতি পরিষদের মৌলভীবাজার জেলার আহবায়ক গাজী জাবের আহমদ,গভর্নিং বডির সদস্য মোঃ মাহমুদ আলী ফঠিক, মোঃ নিজাম উদ্দিন, মোঃ আব্দুস ছালাম সফিক, মোঃ রুশন আলী, মোঃ শাহনেওয়াজ আাহমদ, বিআরডিবির সাবেক সহ-সভাপতি তালুকদার মোঃ সাইফুল ইসলাম, সাংবাদিক ছয়ফুল আলম সাইফুল প্রমুখ।
তাছাড়াও কলেজের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও প্রক্তন ছাত্র/ছাত্রীবৃন্ধ উপস্থিত ছিলেন। সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান পরিবেশিত হয়।