মেডিকেল কলেজের দাবীতে গন স্বাক্ষর কর্মসূচি

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবীতে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের গোরারাই,ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে আয়োজনে গন-স্বাক্ষর কর্মসূচী সম্পন্ন হয়েছে।

প্রবাসী ও পর্যটন অধ্যুসিত জেলা মৌলভীবাজারবাসীর দীর্ঘদিনের দাবি ‘সরকারি মেডিকেল কলেজ’ প্রতিষ্ঠা দ্রুত বাস্তবায়নের দাবিতে ব্যাপক গণ-স্বাক্ষর অভিযান শুরু হয়েছে। সম্প্রতি সরকার ঘোষিত চার জেলায় নতুন চারটি মেডিকেল কলেজ ঘোষণায় মৌলভীবাজারকে অর্ন্তঃভুক্ত না করায় জেলার সর্বস্থরের বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের মাঝে ক্ষোভ বিরাজমান থাকায় দ্রুত এই গণস্বাক্ষর কর্মসূচি হাতে নেয়া হয়।  প্রবাসে বসবাসরত মৌলভীবাজার  জেলার বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে গঠিত ‘মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ চাই, ওয়াল্ড ওয়াইড হোয়াটসঅ্যাপ গ্রুপ ও সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের যৌথ উদ্যেগে এবং স্বপ্নের ঢেউ ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার সহযোগিতায়  এই গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সদস্য আমিরুল ইসলাম সাহেদের সঞ্চালনায়  করেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি আবু মিয়া সভাপতিত্বে গনস্বাক্ষর কর্মসূচীর উদ্ধোধন ঘোষনা করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নজরুল ইসলাম চৌধুরী ।

গন স্বাক্ষর কর্মসুচিতে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের প্রধান সমন্বয়ক খালেদ চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্পেইনার ,মুহিবুর রহমান মুহিব,স্বপ্নের ঢেউ ফাউন্ডেশন অব বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ বুরহান উদ্দিন রুপক,রহমান মামুন,স্বপ্নের ঢেউ ফাউন্ডেশন অব বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার যুগ্ন সম্পাদক শেখ সাহেদ মিয়া,সমাজ কল্যান সম্পাদক আমিনুল ইসলাম রায়হান, সহকারী প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান,হাজী লেচু মিয়া,সুধির চন্দ্র দাস,ইউপি সদস্য রুবি বেগম,মুজাহিদ আহমদ,সাগর আহমদ প্রমুখ।

শেয়ার করুন