৬ শত শিক্ষার্থীর মাঝে মিড ডে মিল বিতরণ

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে পৌর মেয়র জুয়েল আহমদ এর ব্যক্তিগত অর্থায়নে জাঙ্গালীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬ শত শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরন ও মিড ডে মিল বিতরণ করা হয়। ২৭ সেপ্টেম্বর বৃৃহস্পতিবার দুপুর ২টায় স্কুল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র  ও জেলার শ্রেষ্ট বিদোৎসাহী সমাজকর্মী মোঃ জুয়েল আহমেদ।

জাঙ্গালীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এসএমসির সভাপতি মো: তাজুদ আলীর সভাপতিত্বে ও শিক্ষক শাহীন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত মা সমাবেশ, শিক্ষা উপকরণ ও মিড ডে মিল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রধান শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো: মোশাহিদ আলী, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহীন আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহসিন আহমেদ, বুলবুল আহমেদ প্রমুখ। অনুষ্টানে শেষে শিক্ষাথীদের হাতে শিক্ষাউপকরণ ও মিড ডে মিল বিতরণ করেন অতিথিবৃন্দ। পরে স্কুল প্রাঙ্গনে একটি নারিকেল চারা রোপন করেন প্রধান অতিথি কমলগঞ্জ পৌরসভার মোঃ জুয়েল আহমেদ।

শেয়ার করুন