বঙ্গবন্ধু আর্ন্তজাতিক গোন্ডকাপ ১৮ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে আগামী পহেলা অক্টোবর সিলেট জেলা স্টেডিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু নামে  ছয় জাতি বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোন্ডকাপ টুর্নামেন্ট ২০১৮ইং উপলক্ষ্যে মৌলভীবাজারে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়।

২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার জেলাপ্রশাসক প্রাঙ্গন থেকে সকাল সাড়ে ৯টায় এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র‌্যালীতে অংশগ্রহন করেন মনিপুরী সম্প্রদায়, পুলিশ, শিক্ষক, ছাত্র ছাত্রী, এনজিও জেলার খেলেয়াড়গন,রেপারী ক্রীড়া কর্মকর্তাগন।

র‌্যালীতে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আশরাফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আনোয়ারুল হক, জেলা আওয়ামীলীগ ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, মৌলভীবাজার ফুটবল এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার  সভাপতি আক্তারজ্জামান, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম মুহিব উপস্থিত ছিলেন।

ছয় জাতি বঙ্গবন্ধু আন্তজাতিক গোন্ডকাপ টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ, নেপাল, ফিলিপাইন, ফিলিস্থাইন, লাউস, তাজাকিস্থান সহ ৬টি দেশ অংশ গ্রহন করবে।  গোন্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন করার কথা রয়েছে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

শেয়ার করুন