প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে বৃহষ্পতিবার দুপুরে বৃষ্টির সাথে সৃষ্ট বজ্রপাতে ৩ নারী শ্রমিকসহ ১ গৃহিনী আহত হয়েছেন।
জানা যায়, কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের আং গফুরের স্ত্রী রাহেনা বেগম (৪২) ২৭ সেপ্টেম্বর বৃহষ্পতিবার দুপুরে বজ্রপাতের তীব্র শব্দে আহত হন। তাকে সাথে সাথে স্থানীয়রা উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: সাজেদুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই মহিলার কানে আঘাতপ্রাপ্ত হয়েছে।
অপরদিকে দলই চা বাগানের ২২ নং সেকশনে চা পাতা উত্তোলনের সময় তীব্র বজ্রপাতের শব্দে বৃহষ্পতিবার দুপুরে ৩ নারী চা শ্রমিক আহত হয়েছে। এ সময় কমলগঞ্জে দলই চা বাগানের চা বাগানের নারী শ্রমিক দীপালী (২৮), জায়েদা (৩৫) ও রোভিনা (৩৭) বজ্রপাতের তীব্র শব্দের কারণে দৌড়াতে গিয়ে আহত হন। তাদের দলই চা বাগান হাসপাতালে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয় বলে হাসপাতাল সুত্রে জানা যায়।