- শ্রীমঙ্গল প্রতিনিধি:
- বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা কর্তৃক আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৮ তে কবিতা আবৃত্তি খ-বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করে রৌপ্যপদক লাভ করেছে অস্মিতা দেব। সে মৌলভীবাজার জেলার স্বনামধন্য আবৃত্তি-সংগঠন কণ্ঠধ্বনি আবৃত্তিচক্রর শিক্ষার্থী। শুক্রবার (২৮ সেপ্টেম্বর ২০১৮) সন্ধ্যায় ঢাকা তেজগাঁও কলেজে অনুষ্ঠিত পুরস্কারবিতরণী অনুষ্ঠানে এই সারাদেশ থেকে আগত বিভিন্ন প্রতিযোগিতায় উত্তীর্ণ মেধাবী শিশু-কিশোরদের এ সম্মাননাপদক তুলে দেয়া হয়।
- অস্মিতা দেব প্রয়াত রাজনীতিবিদ ও সমাজসেবক ডাঃ রমা রঞ্জন দেবের পৌত্রী (নাতনি)। অস্মিতার বাবা গৌতম কুমার দেব জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিসট্রিবিউশন সিস্টেম লিমিটেড শ্রীমঙ্গল এর উপ-ব্যবস্থাপক এবং অস্মিতার মা সুচিত্রা ধর দ্বারিকা পাল মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক। সে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক শাখার পঞ্চম শ্রের্ণীর শিক্ষার্থী। আবৃত্তির পাশাপাশি নৃত্যতেও অস্মিতার সাফল্য রয়েছে। সে ২০১৪ সালে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা কর্তৃক আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা লোকনৃত্যে স্বর্ণপদক অর্জন করেছিল। নৃত্য-সংগঠন নৃত্যাঙ্গন এরও শিক্ষার্থী সে। অস্মিতা সকলের আশীর্বাদ ও দোয়া প্রার্থী।
জাতীয় পর্যায়ে আবৃত্তিতে রৌপ্যপদক পেল কণ্ঠধ্বনির অস্মিতা দেব
শেয়ার করুন