কুয়েত প্রতিনিধিঃ
কুয়েত সিটির রাজধানী হোটেল এর বলরুমে গত ২৭ শে সেপ্টেম্বর রাত ৯ টায় সংগঠনের সভাপতি শেখ নিজামুর রহমান টিপুর সভাপতিত্বে মঞ্চে অতিথী ছিলেন নোয়াখালী সমিতি কুয়েত’র সভাপতি ও সাধারন সম্পাদক জাতীয়তাবাদী দল কুয়েত রাজ্য শাখা, প্রকৌশলী মঞ্জুরুল আলম, ঢাকা সমিতি কুয়েত’র সভাপতি সোয়েব আহমেদ, জাসাস কুয়েত রাজ্য শাখার আহবায়ক আক্তারুজ্জামান সামস, জাসাস কুয়েত রাজ্য শাখার সদস্য সচিব শফিকুল ইসলাম, জালালাবাদ এসোশিয়ন কুয়েত’র সহ সভাপতি ও জালালবাদ স্পোটিং ক্লাব কুয়েত’র সভাপতি মোঃ শওকত আলী, মহানগর বিএনপি’র সভাপতি এডভোকেট মোস্তাফিজুর রহমান, জাতীয়তাবাদী ফোরাম সিলেট বিভাগ কুয়েত’র সাধারন সম্পাদক শিহাব বখ্ত, মহানগর বিএনপি’র সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, কিং ফারুক আহমেদ, ঢাকা সমিতির যুগ্ম সম্পাদক মাসুম আহমেদ, আব্দুল করিম স্মৃতি পরিষদ কুয়েত’র সাধারন সম্পাদক সুমন , ফয়সাল আহমেদ প্রমুখ।
- মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের মরহুম আব্দুল মোক্তাদির চৌধুরী (জুবেদ চৌধুরী)’র স্ত্রী ও মেজর নুরুল মান্নান চৌধুরীর মাতা মরহুমা খুশমন আরা চৌধুরী, মাগুরা নিবাসী কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আজমল আলী শামীম, বিশিষ্ট ব্যাবসায়ী কুলাউডা ব্যাবসায়ী কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক রিয়াজ উদ্দিন এবং কাতারস্ত জালালাবাদ সমিতির যুগ্ম সম্পাদক জাহেদ আহমেদ এর স্মরনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভা শেষে মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ঠ আলেম মৌলানা কাওসার আহমেদ ।