বৈদ্যুতিক শর্টে আহত হয়ে চা বাগান কর্মচারীর মৃত্যু

কমলগঞ্জ প্রতিনিধি কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী চাম্পরায় চা বাগান কারখানায় বৈদ্যুতিক শর্টে আঘাত পেয়ে আহতাবস্থায় একজন কর্মচারীর মৃত্যু হয়েছে। নিহত কর্মচারী চাম্পারায় চা বাগানের ওয়েল্ডিং কর্মকর্তা মহব্বত আলী (৫৪)। ২৯ সেপ্টেম্বর শনিবার সকাল ১১ টায় চাম্পারায় চা বাগান কারখানায় দুর্ঘটনাটি ঘটলে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

চাম্পরায় চা বাগান সূত্রে জানা যায় এ বাগানের ওয়েল্ডিং কর্মকর্তা মহব্বত আলী কারখানায় ওয়েল্ডিং-এর কাজ করছিলেন। সকাল ১১টার দিকে আকস্মিকভাবে বৈদ্যুতিক শর্টে তিনি ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন। পরে তাকে উদ্ধার করে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

চাম্পারায় চা বাগান ব্যবস্থাপক মো. শামছুল ইসলাম (সেলিম) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ সময় তিনি চা বাগানের প্লান্টেশন এলাকা পরিদর্শনে ছিলেন। ঘটনার পর তাকে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। তিনি আরো বলেন, নিহত কর্মচারী চাম্পারায় চা বাগানের ওয়েল্ডিং কর্মকর্তা মহব্বত আলী খুবই ভাল লোক ছিল। তার বাড়ি চাম্পারায় চা বাগানেই। বাগানের ওয়েল্ডিং কর্মকর্তার মৃত্যু পরবর্তী সকল প্রকার ব্যবস্থা বাগানের পক্ষ থেকে করা হচ্ছে।

শেয়ার করুন