শিক্ষা উপকরণ ও মিড ডে মিল বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি কমলগঞ্জে পৌরসভার মেয়র জুয়েল আহমদ এর ব্যক্তিগত অর্থায়নে রশীদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরন ও মিড ডে মিল বিতরণ করা হয়। ২৯ সেপ্টেম্বর শনিবার দুপুর ২ টায় পতনঊষার ইউনিয়নের রশীদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র ও জেলার শ্রেষ্ট বিদোৎসাহী সমাজকর্মী মো. জুয়েল আহমেদ।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি সদস্য সায়েক আহমেদের সভাপতিত্বে ও শিক্ষক মোসাহিদ আলীর  পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক আসহাবুর ইসলাম শাওন, সাংবাদিক হিফজুর রহমান তুহিন, শমশেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, মুন্সীবাজার ইউনিয়ন যুবলীগ সভাপতি বদরুল ইসলাম, প্রবাসী জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম। অনুষ্টানে শেষে শিক্ষাথীদের হাতে শিক্ষা উপকরণ ও মিড ডে মিল বিতরণ করা হয়। পরে স্কুল প্রাঙ্গনে একটি  আম গাছের চারা রোপন করেন প্রধান অতিথি।

শেয়ার করুন