পূবালী ব্যাংক আঞ্চলিক কার্যালয়, মৌলভীবাজার এর ব্যবস্থাপনায় “ব্র্যাক লার্নিং সেন্টার” এ মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার শাখাসমূহের শাখা প্রধান ও শাখার দ্বিতীয় কর্মকর্তা এবং মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তাদের নিয়ে “২য় শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০১৮” অনুষ্ঠিত হয়েছে।
২৯ সেপ্টেম্বর শনিবার ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ আব্দুল হালিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চীফ টেকনিক্যাল অফিসার মোহাম্মদ আলী এবং প্রিন্সিপাল অফিস, সিলেট এর মহাব্যবস্থাপক বি.এম.শহিদুল হক।
পূবালী ব্যাংক লিঃ মৌলভীবাজার অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান দিলীপ কুমার পাল এর সভাপতিত্বে ও পূবালী ব্যাংক লিঃ আঞ্চলিক কার্যালয়ের আইন কর্মকর্তা মোহাম্মদ আবু তাহের সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চীফ টেকনিক্যাল অফিসার মোহাম্মদ আলী, সিলেটের মহাব্যবস্থাপক বি.এম.শহিদুল হক।
ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল হালিম চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, পূবালী ব্যাংক দেশের শ্রেষ্ঠ ব্যাংক হিসেবে পরিণত করার লক্ষ্যে সকল কর্মকর্তাকে অধিক মনযোগী হয়ে কাজ করার আহবান জানান। শ্রেণীকৃত ঋণ আদায়ে সফলতা অর্জনের জন্য তিনি মৌলভীবাজার অঞ্চলের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানান। শাখাসমূহের সৌন্দর্য বৃদ্ধিতে তিনি সংশ্লিষ্ট সকলের প্রশংসা করেন। কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন কাজের মধ্যে আনন্দ খুঁজতে হবে এবং ‘আমরা পারব’ এই দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে হবে। তিনি শাখা প্রধানগণকে ডিসেম্বর-২০১৮ এর ব্যবসায়িক লক্ষ্যমাত্রাসমূহ অর্জন করার তাগিদ দেন।