মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

 বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসায় ২৯ সেপ্টেম্বর শনিবার প্রধান অতিথি হিসেবে চারতলা বিশিষ্ঠ একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রায় এক কোটি টাকা অর্থায়নে ভবনটি নির্মিত হচ্ছে। পরে মাদ্রাসার পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়া হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ এফএইচএম ইউসুফ আলী।

মাদ্রাসার গভর্ণিংবডির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দরের সভাপতিত্বে ও শিক্ষানুরাগী সদস্য প্রভাষক আব্দুল রব্বানীর পরিচালনায় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হুইপ শাহাব উদ্দিন এমপি বলেন, মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সরকার নানামূখি পদক্ষেপ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় এখানে একাডেমিক বিল্ডিং হচ্ছে। প্রতিটি উপজেলায় একটি মাদ্রাসাকে সরকারী করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আগামীতে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় বসালে পর্যায়ক্রমে আলিয়া ও কওমী মাদ্রাসার সকল সমস্যা সমাধান করা হবে।

 সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সুহেল মাহমুদ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, দক্ষিণ ভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান ও মাদ্রাসার গভর্ণিংবডির সহসভাপতি আজির উদ্দিন, বড়লেখা সদর ইউনিয়নের চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌর কাউন্সিলার জেহীন সিদ্দিকী, ইউনিয়ন আ’লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ছমির উদ্দিন, সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাস শিমুল, মাদ্রাসার দাতা সদস্য শামীম আহমদ চৌধুরী, শিক্ষানুরাগী সদস্য ডা. আইনুল ইসলাম, ইমান উদ্দিন, সহকারী অধ্যাপক আব্দুল মোহাইমিন, ছাত্রলীগ নেতা ফরহাদ আহমদ, সাইদুর রহমান, সিনিয়র শিক্ষক মাওলানা লুৎফুর রহমান, মাওলানা কামরুল হাসান প্রমূখ।

শেয়ার করুন