ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল থেকে ১৩০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ মামুন মিয়া (২৫)। সে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মতিগঞ্জ ভুনবীর গ্রামের মো. আব্দুল হামিদ এর ছেলে।

বৃহস্পতিবার ২৭ সেপ্টেম্বর  র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া অফিসার মোঃ মনিরুজ্জামান জানান, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-৯। বুধবার রাত সোয় ৮টায় এ অভিযানে শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর মতিগঞ্জ বাজারে পাকা রাস্তার উপর থেকে ১৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে  আটক করা হয়।

 

 

শেয়ার করুন