জুড়ী প্রতিনিধি॥ মৌলভীবাজারের জুড়ী উপজেলার শাহপুর গ্রামের একটি জলাধারে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে লাল মিয়া (৫৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
জুড়ী থানার এসআই গাজী মিয়া ডেইলি মৌলভীবাজার ডট কমকে বলেন,বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর)সকাল সাড়ে সাতটার দিকে লাল মিয়া গরু চরাতে ও ঘাস কাটতে বাড়ির পাশের একটি জলাধারে গিয়েছিল তখন প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল হঠাৎ বজ্রপাতের কবলে লাল মিয়ার মৃত্যু হয়েছে। স্থানীয়রা সাথে সাথে ঘটনার খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে।
জানা যায়,কৃষক লাল মিয়া জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের শাহপুর গ্রামের মৃত আকমল আলীর ছেলে।