উদীচীর উনিশতম সম্মেলন

শ্রীমঙ্গল প্রতিনিধি॥  শ্রীমঙ্গলে উদীচী শিল্পীগোষ্ঠী শ্রীমঙ্গল শাখার ঊনবিংশতম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২৮ সেপ্টেম্বর সকালে শ্রীমঙ্গল পৌর শহীদ মিনার প্রাঙ্গনে এই দ্বি- বার্ষিক সম্মেলনের শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মোহন লাল সোম। এসময় উপস্থিত ছিলেন উদীচী শ্রীমঙ্গল শাখার সভাপতি এম এ রহিম, সহ সভাপতি কমলকলি চৌধুরী, সাধারণ সম্পাদক প্রসেনজিৎ রায়, সম্মেলন প্রস্তুতি পরিষদ এর আহবায়ক নীল কান্ত দেব, সদস্য সচিব পুলক চক্রবর্তী, বিশিষ্ট আবৃত্তিকার দেবাশিষ চৌধুরীসহ উদীচী মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলা শাখার সদস্যরা। এদিকে সম্মেলন উদ্বোধনী উপলক্ষে পৌর শহীদ মিনার প্রাঙ্গন থেকে এক বনাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পৌরসভা প্রাঙ্গনে এসে শেষ হয়। দুপুরে উদীচী শ্রীমঙ্গল শাখার সদস্যদের নিয়ে কাউন্সিল অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় উদীচী শিল্পীগোষ্ঠির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের কথা রয়েছে।

 

শেয়ার করুন