কিশোর কিশোরী সম্মেলন 

স্টাফ রিপোর্টার॥ “ ঘরে বাহিরে সর্বত্র,নারী নির্যাতনকে না বলো, কিশোর কিশোরী সবাই মিলে,সুষ্ঠু সুন্দর জীবন গড়ি,চলো”এই শ্লোগান নিয়ে ক্লাবে সংগঠিত করে সমাজের ইতিবাচক পরিবর্তনে কিশোর কিশোরীদের ক্ষমতায়ন কর্মসুচির আওতায় জেলা প্রশাসন ও  জেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে জেলা পর্যায়ে কিশোর কিশোরী সম্মেলন  অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় জেলা মহিলা অফিস এবং জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় হতে জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে প্রাঙ্গনে এসে শেষ হয়।

জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম এর সভাপতিত্বে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে জেলা পর্যায়ে কিশোর কিশোরী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক (যুগ্ন-সচিব) মো. আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) আনোয়ারুল হক,ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা.বিনেন্দ্র ভৌমিক। সম্মেলনে স¦াগত বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আকতার। বক্তব্য রাখেন বৃটিশ কাউন্সিলের প্রতিনিধি সুরাইয়া জাহান,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ প্রমুখ। দিনব্যাপী সম্মেলনে কবিতা, গান, নাটক, কৌতুক, বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

র‌্যালী ও জেলা সম্মেলনে স্কুল ও কলেজের শির্ক্ষাথী স্কাউট,গালর্স গাইড, কিশোর কিশোরী ১২১ ক্লাবের সদস্য ও মহিলা সংগঠনের সদস্যগন অংশ গ্রহন করে। অনুষ্ঠান শেষে বিজয়দের মধ্যে পুরস্কার বিতরন করেন অতিথিরা।

শেয়ার করুন