আন্তজার্তিক তথ্য জানার অধিকার দিবস পালিত   

 শ্রীমঙ্গল প্রতিনিধি॥  আন্তজার্তিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক) শ্রীমঙ্গল এর উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১ টায় শ্রীমঙ্গল চৌমুহনায় র‌্যালী এবং সনাক কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সনাক সদস্য রহমত আলী এর সভাপতিত্বে এবং টিআইবি এরিয়া ম্যানেজার পারভেজ কৈরী এর সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত শ্রীমঙ্গল কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মুজিবুর রহমান মজনু।

সভায় আরো বক্তব্য রাখেন সনাক সদস্য জহর তরফদার, স্বজন আহ্বায়ক এস এ হামিদ, স্বজনের সাবেক সমন্বয়কারী সৈয়দ ছায়েদ আহমদ, স্বজন সদস্য নিতেশ সুত্রধর ও ইয়েস সদস্য মো: রাসেল আহমদ প্রমুখ। এছাড়াও শ্রীমঙ্গলে কর্মরত বেশ কয়েকটি বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল ইয়েস গ্রুপ, সনাক শ্রীমঙ্গল।

শেয়ার করুন