শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে সিলেটের প্রখ্যাত সঙ্গীত শিল্পী, গীতিকার ও সুরকার এ কে আনাম এর স্মরণ ও স্মারক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৭টায় শ্রীমঙ্গলস্থ মহসিন অডিটোরিয়ামে এ কে আনাম স্মৃতি পরিষদের আয়োজনে পরিষদের আহ্বায়ক জিল্লুল আনাম চেমন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত সঙ্গীতজ্ঞ হিমাংশু বিশ্বাস। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন কবি ও গবেষক প্রফেসর নৃপেন্দ্রলাল দাশ। বিশেষ অতিথি ছিলেন সঙ্গীত শিল্পী জামাল উদ্দীন হাসান বান্না, কবি ও গীতিকার শামছুল আলম সেলিম প্রমুখ। অনুষ্ঠানে স্মরণ ও স্মারকগ্রন্থের প্রকাশনা এবং আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ কে আনাম এর স্মরণ ও স্মারক গ্রন্থের প্রকাশনা
শেয়ার করুন