স্টাফ রিপোর্টর॥ মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনিঘাট ইউনিয়নের সাবিয়া গ্রামের বাসিন্দা ও যশোর মাইকেল মধুসুধন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রফেসর প্রভাত কুমার দাস (৭৮) রোববার ৩০ সেপ্টেম্বর শেষ রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। রোববার বিকেল ৪ ঘটিকায় তাঁর নিজ বাড়ি সাবিয়া গ্রামের পারিবারিক শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে, নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।
তিনি একাধারে সিলেট এমসি কলেজ, মৌলভীবাজার সরকারী কলেজে গনিত বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ প্রভাত কুমার দাস যশোর মাইকেল মধুসুধন কলেজের অধ্যক্ষ হিসেবে অবসরে যান।