স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
৩০ সেপ্টেম্বর রবিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে সদর উপজেলার বিভিন্ন স্থানে বাজার মনিটরিংমূলক অভিযান পরিচালিত হয়। অভিযানে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ না করা, মূল্য তালিকা না রাখা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য রাখাসহ বিভিন্ন অপরাধে মেসার্স সুলতান ট্রেডাসকে ১ হাজার টাকা, নিউ সৈয়দ মোস্তাকিম আলি স্টোরকে ৩ হাজার টাকা, ইউনিক এন্টারপ্রাইজকে ১ হাজার টাকাসহ মোট ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মনোজ কান্তি চৌধুরী এবং সদর মডেল থানার পুলিশ ফোর্স।