ব্যবহার হচ্ছে না পৌরসভার ডাস্টবিন

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভাকে সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন শহর গড়ার লক্ষ্যে পৌরসভার প্রতিটি সড়ক ও পাড়া-মহল্লার মোড়ে স্থাপন করা হয়েছে ১৫০টি ডাস্টবিন ও ১১০ টি ড্রাম। তবে পৌরসভার এমন উদ্যোগে সাড়া মিলেনি শহরের বাসিন্দাদের। বিন ব্যবহার না করে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলছেন শহরে বসবাসকারী জনসাধারণ।

পৌরসভার সূত্রে জানা যায়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার লক্ষ্য নিয়ে মৌলভীবাজার শহরের সড়কে এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাড়ে ৬ লাখ  টাকা ব্যয়ে বসানো হয়েছে ২৬০ টি ডাস্টবিন ও ড্রাম।

তবে সরেজমিনে শহর ঘুরে দেখা যায়, শহরের প্রধান প্রধান সড়কের এক পাশে ১০০ হাত দূর দূর বসানো রয়েছে প্লস্টিকের ডাস্টবিন ও ড্রাম। দেখা যায় বিনের পাশেই আবর্জনার স্তুপ কিন্তু বিনের ভেতর রয়েছে অনেকটাই ফাকা। দেখা যায় বিভিন্ন কনফেকশনারি দোকানগুলোর পাশে ময়লা আবর্জনার স্তুপ রয়েছে। একইভাবে বিভিন্ন দোকানের সামনে ডাস্টবিন থাকলেও খোলা স্থানে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা।

ডাস্টবিন ও ড্রাম বসানো হলেও তা ব্যবহার না করে যেখানে সেখানে ময়লা ফেলার জন্য জনসাধারণের অসচেতনতাকেই দায়ী করছেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান। তিনি বলেন, মৌলভীবাজার শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামী ১১ অক্টোবর শহরে সচেতনতামূলক র‌্যালি ও লিফলেট বিতরণ করার সিদ্ধান্ত হয়েছে।

শেয়ার করুন