স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের জুড়ী উপজেলার ভবানীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ী সুনীল দেবনাথের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ২ অক্টোবর সকাল ৮টায় ঘটনাটি ঘটেছে।জানা যায়, ঊত্তর ভবানীপুর গ্রামের বাসিন্দা, উপজেলা শহরের কামিনীগঞ্জ বাজারের ব্যবসায়ী দয়াময় বস্ত্রালয়ের সত্ত্বাধিকারী সুনীল দেবনাথ (৬০)পারিবারিক সুত্রে জানা যায়, সুনীল নিত্যদিনের মত সকালে ঘুম থেকে উঠে গোসল করেন। গোসল শেষে টিনশেড ঘরের সাথে বাঁধা তারে কাপড় মেলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝুলে পড়েন সুনীল। তাকে রক্ষা করার জন্য তার ছেলে বাবুল দেবনাথ এগিয়ে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে।পরে বাড়ীর আশেপাশের লোক জন পিতা ও পুত্রকে উদ্ধার করে কুলাউড়া সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসায় বাবুল সুস্থ হয় কিন্তু কর্তব্যরত চিকিৎসক সুনীলকে মৃত ঘোষণা করেন।