শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যৌতুক প্রতিরোধে আন্দোলন গড়ে তুলতে ‘‘যৌতুক বিরোধী আন্দোলন মঞ্চ’’ গঠন করা হয়েছে। প্রতিদিনের মতো শ্রীমঙ্গলস্থ লিলি হোটেল নামক স্থানে ক’জন মিলে চায়ের আড্ডায় হয়। তেমনি সোমবার সন্ধ্যায় চায়ের আড্ডায় অহিংস দিবস, মহাতœা গান্দী, ন্যালসনম্যানডেলা, পুজিবাদ, ইত্যাদির মধ্য থেকে নোয়াখালীর ভাষা ও ভাষা নিয়ে নানা জেলায় নানাভাবে উচ্চারণ ও ব্যবহার সম্পর্কে আলোচনার এক পর্যায়ে “মুখোমোখি” শব্দটি বলার ভঙ্গীমার বিষয়ে বি-বাড়িয়া জেলার লোকদের উচ্চারণ, চট্টগ্রামে কোরবানির জন্য শশুরবাড়ি কর্তৃক গরু উপহার,পত্রিকায় প্রকাশ চিংড়ি মাছ না পেয়ে বর কর্তৃক বিবাহ ভ-ুল কথোপকথন ও তর্ক বিতর্কের এক পর্যায়ে যৌতুক নিয়ে তুমুল আলোচানা। যৌতুকের কারণে সমাজের বর্তমান অবস্থা ও অপরাধের ভয়াবহতা বিষয়ক সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে উপস্থিত সকলে মিলে যৌতুকের বিরুদ্ধে আন্দোলনের সূচনা করার সিদ্ধান্ত হয়। উপস্থিত সকলেই সাড়া দেন এবং এ ব্যাপারে গঠনতান্ত্রিক আন্দোলন করার একটি মঞ্চ গঠনের উদ্যোগ গ্রহণ করার অলিখিত সিদ্ধান্ত হয়।
এসময় উপস্থিত ছিলেন আমার সিলেট টোয়েন্টিফোর এর সম্পাদক আনিছুল ইসলাম আশরাফী, বাংলা টিভির প্রতিনিধি বিক্রমজিৎ বর্ধন, প্রথম আলোর প্রতিনিধি শিমুল তরফদার, মোহাম্মদ মনসুর, মকবুল হাসান ইমরান, , হৃদয় দাশ শুভ, সোহাগ আহমেদ, মামুনুর রশীদ, হাফেজ গোলাম মোস্তফা, রোমান আহমদ শিপুল, আব্দুল কাইয়ুম, প্রীতম পাল প্রমুখ।
“যৌতূক বিরোধী আন্দোলন মঞ্চ” নামে একটি ফেইজবুক গ্রুপ খোলা হয়েছে। এসময় উপস্থিত সবাই যৌতুককে না বলি এ নিয়ে শপথ নেয়া হয়।
পরিশেষে সকলের ঐক্যমতে “যৌতূক বিরোধী আন্দোলন মঞ্চ” নামে গণসচেতনতা মূলক আন্দোলনের যাত্রা শুরু হয়। কিছু দিনের মধ্যে এর একটি পুর্ণঙ্গ কমিটি গঠন করা হবে। এবং সারা বাংলাদেশে এ আন্দোলন গড়ে তোলা হবে।