মান সন্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে মত বিনিময়

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা অডিটরিয়ামে মান সম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মান সম্মত শিক্ষা শেখ হাসিনার দীক্ষা” প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার ২ অক্টোবর মঙ্গলবার দুপুরে কুলাউড়া উপজেলার ৬৫ টি প্রাথমিক বিদ্যালয়ের ১৩০ জন প্রধান শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম। উপস্থিত ছিলেন শিক্ষা কর্মকর্তা আয়ুব উদ্দিন, পৌর মেয়র আলহাজ্জ সফি আলম ইউনুছ, আওয়ামীলীগ সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রেনু, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আব্দুস সালামসহ অনেকে।

সভায় প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে সকলের সমন্বিত সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন