স্টাফ রিপোর্টার॥ মানবাধিকার প্রতিষ্ঠায় প্রবীণদের স্বরন পরম শ্রদ্ধায়, এই প্রতিবাদ্য নিয়ে মৌলভীবাজারে আর্ন্তজাতিক প্রবীন দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এবং সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার সক্রিয় অংশগ্রহনে এক বর্নাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের অফিস প্রাঙ্গনে এসে শেষ হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আশরাফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম।
বক্তব্য রাখেন ডা: এ,কে,এম জিল্লুল হক, অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা মো. আজির উদ্দিন, সর উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জআমান,সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আদিল মোত্তাকিম প্রমুখ।