শ্রীমঙ্গল প্রতিনিধি॥ কমলগঞ্জে বাংলাদেশ ইন্ডিজেনাস পিপলস নেটওয়ার্ক অন ক্লাইমেট চেন্জের (বিপনেট) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার ১ অক্টোবর সকাল ১০টায় হীড বাংলাদেশের সভা কক্ষে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বিপনেটের সভাপতি চাকমা সার্কেল চীফ রাজা দেবাশীষ রায়ের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামের নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান,বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের সভাপতি পিডিশন প্রধান,মহাসচিব ফিলা পতমী,মালেয়া ফাউন্ডেশনের পরিচালক মৃনাল কান্তি ত্রিপুরা,নারী নেত্রী শেফালিকা ত্রিপুরা,মনিপুরী সমাজ কল্যাণ সমিতির সভাপতি প্রতাপ সিংহ,খাসি সোস্যাল কাউন্সিল সভাপতি জিডিশন প্রধান সুছিয়াং,ও প্রচার সম্পাদক সাজু মারছিয়াং, বিভিন্ন খাসিয়া পুন্জির হেডম্যান সহ দেশের বিভিন্ন অঞ্চলের আদিবাসী নেতৃবৃন্দ। সভায় বক্তারা সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ও সংগঠনের গঠনতন্র সংশোধন সহ পাশ করা হয়। সভায় বন ও পরিবেশ সংরক্ষনে আদিবাসীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।