বিআরটি এ অফিসের কাছ থেকে দালাল আটক

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার বিআরটিএ অফিসের কাছ থেকে জনি নামের এক দালালকে আটক করেছে পুলিশ।

২ অক্টোবর মঙ্গলবার দূপুরে মৌলভীবাজার মডেল থানার এসআই তাপস চন্দ্র রায় অভিযান চালিয়ে তাকে আটক করেন। এসআই তাপস চন্দ্র রায় আটকের বিষয়টি নিশ্চিত করেন। উল্লেখ্য  নিরাপদ সড়কের আন্দোলনের পর সারা দেশের ন্যায় মৌলভীবাজার বিআরটি অফিসে হিড়িক পড়ে গাড়ির নতুন করে কাগজপত্র তৈরী ও ড্রাইভিং লাইসেন্স নবায়নের। এই সুবাধে ওই অফিসে নতুন পুরাতন দালালদের আনাগোনা বেড়ে যায়। এমন অভিযোগের প্রেক্ষিতে দালাল রোধে সোচ্ছার হন সংশ্লিষ্টরা। পুলিশ জানায় এই অফিসে দালাল রোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন