জুড়ী প্রতিনিধি॥ জুড়ীতে দুর্ণীতি করবনা, দুর্ণীতি সইবনা, দুর্ণীতি মানবনা এ শ্লোগানকে সামনে রেখে উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সততা সংঘের সমাবেশ, শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা মিলনায়তনে উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটি সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাইফুল ইসলাম সুমনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, দুর্ণীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জ উপ-পরিচালক মলয় কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার অসিম চন্দ্র বণিক, জুড়ী টি,এন, খানম সরকারি কলেজ অধ্যক্ষ অরুন চন্দ্র দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, রঞ্জিতা শর্ম্মা, জুড়ী থানা ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার, ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ, শ্রীকান্ত দাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি ইসহাক আলী, প্রধান শিক্ষক বীরেন চন্দ্র সিংহ, জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক সমিতি জুড়ী ইউনিট সভাপতি এ,বি,এম নূরুল হক, কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি সভাপতি হাজী কামাল উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশন জুড়ী উপজেলা মডেল কেয়ারটেকার মাও. তাজ উদ্দিন, শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটি সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ মন্টু। অনুষ্ঠানে উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের সততা সংঘের সদস্যরা অংশ নেন।