হত্যা মামলার পলাতক আসামী আটক

আশরাফ আলী॥ শহরের কুসুমবাগ এলাকা থেকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান-৯ শ্রীমঙ্গল ১ অক্টোবর সোমবার রাতে অভিযান চালিয়ে হত্যা মামলার যাবতজীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ কবির মিয়া (৫০) কে আটক করেছে। সে হবিগঞ্জ জেলার বাহুবল থানার ঘোষপাড়া গ্রামের গেদা মিয়ার ছেলে।

র‌্যাব সূত্র জানায়, কবির ১৯৯৫ সালের ২৫ আগষ্ট রাজনৈতিক বিরোধের জের ধরে বাহুবল থানার লস্করপুর রেলওয়ে ষ্টেশন এলাকায় ভিকটিম আব্দুর রহমানকে মারপিট করে এবং এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান-৯ শ্রীমঙ্গল ক্যাম্প এর অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্রকার অভিযান চালিয়ে তাকে আটক করেন। আসামী কবিরকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন