শ্রীমঙ্গল প্রতিনিধি॥ আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন ও শান্তি পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্ত্বরে পীস প্রেসার গ্রুপ (পেইভ), সুজন-সুশাসনের জন্য নাগরিক ও ইয়ুথ এন্ডিং হাঙ্গার শ্রীমঙ্গল এর উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগীতায় এ কর্মসুচি পালিত হয়।
পেইভ শ্রীমঙ্গল সমন্বয়কারী সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, বাংলাদেশ সমাজতান্তিক দল জাসদ শ্রীমঙ্গল সভাপতি হাজী এলেমান কবীর, পৌর আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক ও পেইভ এ্যাম্বাসেটর জহির আহম্মেদ শামীম, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি শ্রীমঙ্গলের সাবেক সহকারী সাথারণ সম্পাদক জাভেদ ভুইয়া, পেইভ এ্যাম্বাসেটর কাজী আছমা, বিশিন্ঠ সমাজ সেবক এম এ রহিম নোমানী, অঙ্গিকার সামাজিক ও সাহাত্যে পরিষদের সভাপতি সরোয়ার জাহান জুয়েল, পেইভ সদস্য দিলিপ কৈরী ও দি হাঙ্গার প্রেজেক্ট বাংলাদেশ এর হবিগঞ্জ ও মৌলভীবাজার এলাকা সমন্বয়কারী মো: নাজমুল হোসাইন প্রমুখ।