কেন্দ্রীয় মহাসচিব কর্তৃক উপজেলা ও পৌর বিএনপির কমিটি অনুমোদন

স্টাফ রিপোর্টার॥  মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা শাখা ও পৌর শাখা বিএনপির কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্তৃক স্বাক্ষরিত উপজেলা ও পৌর বিএনপির কমিটির কপি সম্প্রতি বিএনপি জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজি মুজিব) আনুষ্ঠানিকভাবে কমিটির নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করেন।

মো: দুরুদ আহমদকে সভাপতি ও মো. আবুল হোসেনকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমলগঞ্জ উপজেলা বিএনপি কমিটি ও মো. সোয়েব আহমদকে সভাপতি ও এড: তোফাজ্জল হোসেন চৌধুরী (টিটু)কে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমলগঞ্জ পৌর বিএনপির কমিটি গঠন করা হয়।

উল্লেখ্য,৩০ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এম. নাসের রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গোলাম কিবরিয়া শফিকে সভাপতি ও আলম পারভেজ চৌধুরী সোহেলকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমলগঞ্জ উপজেলা বিএনপি এবং আবু ইব্রাহীম জমশেদকে সভাপতি ও মো. শফিকুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমলগঞ্জ পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছিল।

কমলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি জেলা বিএনপি সভাপতি কর্তৃক ঘোষণার পর এবার কেন্দ্র থেকে বিএনপির মহাসচিব আরেকটি কমিটি অনুমোদন দেয়া হলো। এখন কমলগঞ্জ উপজেলায় বিএনপির দুটি কমিটি হলো।

শেয়ার করুন