জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার॥  নির্বাচনী তফশিল ঘোষণার পূর্বে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমান সহ দলের সব নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা গায়েবি মামলা প্রত্যাহার সহ ৭ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে মৌলভীবাজার জেলা বি.এন.পি। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়ালী সিদ্দিকী, সহ-সভাপতি এম এ মুকিত, সাংগঠনিক সম্পাদক বকসী মিসবাউর রহমান,সদস্য বদরুল আলম,থানা বিএনপি সভাপতি হেলু মিয়া,সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম,মতিন বক্স,মাহমুদুর রহমান পৌর বিএনপি’র আহ্বায়ক ওলিউর রহমান,সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান, দুলাল আহমেদ,মোস্তাক চৌধুরী প্রমুখ। অপরদিকে ভিপি মিজানুর রহমানের নেতৃত্বে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য ও সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন বাদশা, জেলা বিএনপি’র সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোঃ শামীম আহমদ,জেলা বিএনপি নেতা শামসুল হক সামা, মুহিতুর রহমান হেলাল, মোস্তাক আহমদ রুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন