পাঠশালা” গ্রন্থের মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বুধবার ৩ অক্টোবর সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদে রচিত “পাঠশালা” নামক একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বিশিষ্ট লেখক গবেষক আহমদ সিরাজের সভাপতিত্বে ও সাংবাদিক শাহীন আহমদের স ালনায় প্রধান অতিথি হিসাবে উপ¯ি’ত হয়ে বইটির মোড়ক উন্মোচন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক। বিশেষ অতিথি হিসাবে উপ¯ি’ত ছিলেন, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) সুধীন চন্দ্র দাস, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শামছুদ্দীন আহমদ, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ অধ্যক্ষ মো. হেলাল উদ্দীন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুর হান্নান চিনু প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই বইিটর রচয়িতা কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ বলেন, গত আড়াই বছর আগেই কমলগঞ্জে প্রাথমিক শিক্ষা ব্যব¯’ার মান তেমন ভাল ছিল না। বর্তমানে সিলেট বিভাগের মধ্যে কমলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা ব্যব¯’ার মান অনেক ভাল। ক্রমান্বয়ে কমলগঞ্জে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের উপর এই বইটি রচিত হয়েছে।

শেয়ার করুন