স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভার তত্তাবধায়নে বাস্তবায়নাধীন ইউজিপ-৩ প্রকল্পের আওতায় প্রায় সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে ১১ হাজার ২শ মিটার পানি লাইন স্থাপন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কাজের উদ্বোধন করা হয়। ৩ অক্টোবর বুধবার দুপুরে মাতারকাপন এলাকায় এই কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন করেন পৌর মেয়র ফজলুর রহমান,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সোহরাব উদ্দিন আহমদ,প্যানেল চেয়ারম্যান ফয়ছল আহমদ, জেলা সাংবাদিক সমিতির সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, কাউন্সিলর আয়াছ আহমদ,জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আক্তারুজ্জামান,পৌরসভার প্রধান প্রকৌশলী আবুল হোসেন খান,জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বিসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। দোয়া পরিচালনা করেন মাওলানা শেখ সাদ আহমদ আমিন। পৌর মেয়র উদ্বোধনী অনুষ্ঠানে তার বক্তব্যে বলেন খুব শিগগির পৌরসভার নানা উন্নয়ন কাজ দৃশ্যমান হবে। তিনি বলেন সকলের সহযোগীতা পেলে মৌলভীবাজারবাসীকে একটি আধুনিক ও মডেল পৌরসভা উপহার দিতে চাই। তিনি কুদালী ছড়ার সৌন্দর্য রক্ষায় সকলের সহযোগীতা চান। এই পানির লাইন স্থাপনের ফলে পৌর শহরের ৩টি ওর্যাডসহ ৯টি ওয়ার্ডের নাগরিকরা বিশুদ্ধ পানির সুবিধা পাবেন। এদিকে সকালে পৌরসভায় “সাউথ ইষ্ট ব্যাংকের ক্যাশ কালেকশন বুথ” এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ব্যাংকের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে পৌরসভার হল রুমে আয়োজিত আলোচনায় সভাপতিত্ব করেন পৌর মেয়র ফজলুর রহমান। অতিথি ছিলেন সাউথ ইষ্ট ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মতিউর রব,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ সালাম, প্যানেল মেয়র ফয়ছল আহমদ, জেলা ফুটবল এ্যাসোসিয়শনের সভাপতি আক্তারুজ্জামান, সাউথ ইষ্ট ব্যাংক মৌলভীবাজার শাখার ম্যানেজার শোয়েব আহমদ অনুষ্ঠান পরিচালনা করেন পৌরসভার প্রধান প্রকৌশলী আবুল হোসেন খান। দোয়া পরিচালনা করেন পৌরসভা মসজিদের ইমাম মাওলানা কুতুবুল আলম। এছাড়া দুপুরে আসন্ন দূর্গা পূঁজা উপলক্ষে পৌরসভা আওতাধীন ১৪টি মন্দিরে ১১ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।