সিলেট প্রতিনিধিঃ
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মাইশা আক্তার নামের ১১ মাসের এক শিশু চুরির অভিযোগে ২ নারীসহ ৩ জনকে আটক করা হয়েছে।
সোমবার (১ অষ্টোবর) রাতে নগরীতে পৃথক দুইটি অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার এবং শিশু মাইশাকে উদ্ধার করে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, অপহৃত মাইশা মোগলাবাজার থানার নৈখাই গ্রামের বাসিন্দা ফজলু মিয়ার মেয়ে। সে গত ২৭ সেপ্টেম্বর দুপুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলার বহির্বিভাগ থেকে চুরি হয়ে যায়। পরবর্তীতে মাইশার মা মোছাম্মৎ সুমি বেগম বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।
গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মহানগর পুলিশের একটি চৌকশ দল গত সোমবার রাত সাড়ে ৯ টার দিকে সিলেটের শাহপরান থানার হাতিমবাগ এলাকায় অভিযান চালিয়ে বাদশা মিয়া (২৫) ও ফারজানা আক্তার সখী (২২) কে গ্রেপ্তার করে এবং একই বাসা থেকে অপহৃত মাইশাকেও উদ্ধার করে।
তাদের দেয়া তথ্যমতে নগরীর লালদিঘিরপাড় এলাকায় অভিযান চালিয়ে শিউলী বেগম (২২) কে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ওই কর্মকর্তা জানান, ওসমানী হাসপাতাল থেকে মাইশাকে চুরি করে শিউলী বেগম। পরে বাদশা মিয়া ও সখীর কাছে তাকে মাত্র ৩ হাজার টাকায় বিক্রি করে দেয়।