ছিদ্দেক আলী হাইস্কুলের  ম্যানেজিং কমিটি গঠন

বড়লেখা প্রতিনিধি॥ মৌলভীবাজারের বড়লেখার সুজানগর ইউনিয়নের প্রাচীনতম বিদ্যাপিট ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠিত হয়েছে। সুজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সুজানগর পাথারিয়া কলেজের গভর্নিংবডির সদস্য ইমরুল ইসলাম লালকে তৃতীয় বারের মতো ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনিত করা হয়েছে। এর আগে ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে অভিভাবকদের প্রত্যক্ষ ভোটে বাবুল হোসেন, সামছুল হক, ওমর উদ্দিন, বাবুল মিয়া ও মিনারা বেগম অভিভাবক সদস্য নির্বাচিত হন। শিক্ষক প্রতিনিধি মনোনিত হয়েছেন সিনিয়র শিক্ষক কৃপাসিন্ধু দাস, মাওলানা লুৎফুর রহমান ও তসলিমা আবেদ সায়মা।

উপজেলা শিক্ষা অফিসার ও স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনের প্রিসাইডিং অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সভাপতিত্বে সোমবার অনুষ্ঠিত নবনির্বাচিত অভিভাবক সদস্যদের প্রথম সাধারণ সভায় সর্বসম্মতিতে আওয়ামী লীগ নেতা ইমরুল ইসলাম লালকে তৃতীয় বারের মতো এ স্কুলের সভাপতি মনোনিত করা হয়েছে। এসময় ম্যানেজিং কমিটির সদস্য সচিব ও প্রধান শিক্ষক আব্দুল জলিল ছাড়াও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন