স্টাফ রিপোর্টার॥ উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষে মৌলভীবাজারে বিভিন্ন সংগঠন শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে।
৪ অক্টোবর বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রাটি জেলা কালেক্টরেট ভবনের সম্মুখ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর মেলা প্রাঙ্গণে আলোচনা সভায় জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার মেছবাহ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সিলেট বিভাগ)মতিউর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল,যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী শিল্পপতি এম.এ রহিম (সি.আই.পি), জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, পৌর মেয়র আলহাজ্ব ফজলুর রহমান, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী শিল্পপতি এম.এ রহিম (সি.আই.পি), জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিসবাহুর রহমান,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাধাপদ দেব সজল প্রমুখ।