খেলাফত মজলিসের মতবিনিময়

স্টাফ রিপোর্টার॥ অবাদ, সুষ্ট ও সকলের অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের দাবি।  ও মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) সংসদীয় আসনে কেন্দ্রীয় সদস্য ও মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক মাওলানা আহমদ বিলালকে ২০ দলীয় জোটের প্রার্থী মনোনয়নের প্রত্যাশায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করে খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখা।

৪ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করা হয়। মতবিনিময় কালে নেতৃবৃন্দ বলেন খেলাফত মজলিস বাংলাদেশের একটি নিবন্ধিত রাজনৈতিক দল। দেশ,জাতি ও দেশের মানুষের কল্যাণে আন্দোলন সংগ্রামে খেলাফত মজলিস লড়াই করে যাচ্ছে। একটি ইনসাফ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন ও জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে খেলাফত মজলিস বদ্ধপরিকর। দলটি নির্বাচন পদ্ধতির মাধ্যমে বিগত সময়েও জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করে আসছে। তাই আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দলটি অংশ নিতে চায়। সে জন্য নির্বাচনের পরিবেশ প্রয়োজন। সাংবাদিকদের প্রশ্নের প্রেক্ষিতে নেতৃবৃন্দ জানান নির্বাচনের সময় ঘনিয়ে আসছে কিন্তু এখন সে পরিবেশ লক্ষ্যকরা যাচ্ছেনা। এখন পর্যন্ত ক্ষমতাসীন সরকার নির্বাচনের পদ্ধতিগত সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে তারা যেনতেন ভাবে একটি নির্বাচন দিয়ে আবারো ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে। খেলাফত মজলিস সবার অংশগ্রহনে অবাদ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন চায়। এরকম পরিবেশ হলে ২০ দলীয় জোটের সিন্ধান্তনুযায়ী শরীক দল খেলাফত মজলিসও নির্বাচনে অংশগ্রহন করবে। মতবিনিময় কালে জেলা নেতৃবৃন্দ জানান বাংলাদেশের যে কয়টি আসনে শরীকদল হিসেবে খেলাফত মজলিস অংশ নিবে তার একটি তালিকা ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। এরমধ্যে মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনটি অন্যতম। খেলাফত মজলিসের আমীর ও ২০ দলীয় জোটের শীর্ষনেতা অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক মৌলভীবাজার খেলাফত মজলিসের চলতি বছরের ২২ মার্চের জনসভায় কেন্দ্রীয় সিদ্বান্তনুযায়ী মৌলভীবাজার-৩ আসনে দলীয় প্রার্থী হিসেবে রাজনগর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান,কেন্দ্রীয় সদস্য ও জেলা সাধারণ সম্পাদক মাওলানা আহমদ বিলালকে পরিচয় করিয়ে দেন। এবং ২০ দলীয় জোটের মনোনয়ন পাবেন বলে দৃঢ় প্রত্যয়ও ব্যক্ত করেন।  মতবিনিময়ে উপস্থিত ছিলেন মনোনয়ন প্রত্যাশী মাওলানা আহমদ বিলাল, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক  শামসুজ্জামান চৌধুরী, জেলা সহ-সভাপতি মহিনুর রহমান চৌধুরী,ফখরুল ইসলাম,আসাদ আহমদ চৌধুরী, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক  সাইফুর রহমান ও হারুনুর রশিদসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

 

 

 

শেয়ার করুন