৩ দিন ব্যাপী  উন্নয়ন মেলার উদ্বোধন

জুড়ী প্রতিনিধি॥ মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ৩ দিনব্যাপী ৪র্থ উন্নয়ন মেলা ৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় উদ্বোধন করা হয়েছে। উপজেলা কমপে¬ক্স প্রাঙ্গণে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অসীম চন্দ্র বণিক। বিকেলে স্টল পরিদর্শন করেন বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আহমেদ ইউসুফ জামিল পিএসসি।

উপজেলা যুবলীগ নেতা শেখরুল ইসলাম ও মামুনুর রশীদ সাজুর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক বদরুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগ নেতা নজমুল ইসলাম মাস্টার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাস, ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ, শ্রীকান্ত দাশ, আ’লীগ নেতা জাহ্ঙ্গাীর আলম প্রমূখ। উন্নয়ন মেলা উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন দপ্তরের ৪২টি স্টল খোলা হয়েছে।

 

শেয়ার করুন