“জনগন বেগম খালেদা জিয়াকে ছাড়া কোন নির্বাচন মেনে নেবে না” -কুয়েত বিএনপির প্রতিবাদ সভায় কাজী মঞ্জুরুল আলম

কুয়েত প্রতিনিধিঃ

বক্তব্য রাখছেন শেখ নিজামুর রহমান টিপু

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুয়েত রাজ্যের সাধারন সম্পাদক কাজী মঞ্জুরুল আলম বলেন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই মিথ্যা ও সাজানো মামলায় সাজা দিয়ে বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। গত ৩ অক্টোবর কেন্দ্রীয়ভাবে ঘোষিত প্রতিটি জেলা ও উপজেলায় প্রতিবাদ সভার সমর্থনে কুয়েত রাজ্য বিএনপি আয়োজন করে এক প্রতিবাদ সভা। ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিনের সভাপতিত্বে ও কুয়েত রাজ্য বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক এবং জাসাস কুয়েতের আহবায়ক আক্তারুজামান সামস এর পরিচালনায় ঊক্ত সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি নুরুল ইসলাম মাস্টার, যুগ্ম-সধারন সম্পাদক আজিজ উদ্দিন মিন্টু,সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির মায়মুন, জাসাস কুয়েত রাজ্য শাখার সদস্য সচিব শফিকুল ইসলাম, শ্রমিক দল কুয়েত রাজ্য শাখার সভাপতি মোমিন উল্লাহ পাটোয়ারী, বিএনপি কুয়েতের সহ-প্রচার সম্পাদক আব্দুল কাদের, শ্রমিক দল কুয়েত রাজ্য শাখার সাধারন সম্পাদক গোল্ডেন সেলিম, জাসাস কুয়েত রাজ্যের আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও জাতীয়তাবাদী ফোরাম সিলেট বিভাগ কুয়েতের অন্যতম উপদেষ্টা শেখ নিজামুর রহমান টিপু, আহমেদী প্রদেশ বিএনপির সাধারন সম্পাদক জাফর ইকবাল পলাশ, ফারওয়ানিয়া প্রদেশ শাখার বিএনপির সাধারন সম্পাদক লিটন মিয়াজী, বিএনপি আহমেদী প্রদেশের সাংগঠনিক সম্পাদক মামুন মিয়াজী, মোবারক আল কবির প্রদেশ বিএনপির সাংগটনিক সম্পাদক ফকরুল ইসলাম বিপ্লব, জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি বেলায়েত হোসেন প্রমূখ।

চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সভায় প্রধান বক্তার বক্তব্যে কাজী মঞ্জুরুল আলম আরো বলেন, “মূলত খালেদা জিয়ার জনপ্রিয়তাই হচ্ছে বর্তমান সরকারের প্রধান সমস্যা। দেশের মানুষ বাঁধভাঙা উল্লাসে ধানের শীষে ভোট দিয়ে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানাবেই। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মধ্যপ্রাচ্যের সকল দেশের জাতীয়তাবাদী নেতাকর্মীদের নিয়ে একসাথে আন্দোলন করে দেশ নেএীকে মুক্ত করবো ইনশাআল্লাহ্। বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও কারাবন্দিদের মুক্তি দিতে হবে। জনগন বেগম খালেদা জিয়াকে ছাড়া কোন নির্বাচন মেনে নেবে না। বেগম খালেদা জিয়া ছাড়া দেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না।”

 

শেয়ার করুন