শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে কন্যাশিশু এডভোকেসি ফোরামের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এক আলোচনা সভার মধ্য দিয়ে শ্রীমঙ্গল উপজেলা শাখার এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক আলোকিত বাংলাদেশ এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও পেইভ সমন্বয়কারী সৈয়দ ছায়েদ আহমদ, সমাজসেবক ও পেইভ এ্যাম্বাসেটর জহিদ আহম্মদ শামীম ও প্রীতম পাল প্রমুখ।
এসময় পেইভ এ্যাম্বাসেটর কাজী আছমা আক্তারকে আহ্বায়ক ও গাজী রোকেয়া’কে যুগ্ন আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। অন্যান্য সদস্যরা হলেন রিনা মজুমদার, শিউলি আক্তার, সঞ্চিতা কৈরি, রুনা পাল, মৌ শিকদার, প্রিয়াংকা, নাজমা আক্তার, সেলিমা আহমেদ।
কন্যাশিশু এডভোকেসি ফোরামের শ্রীমঙ্গল শাখার আহ্বায়ক কাজী আছমা আক্তার জানান খুব শীঘ্রই পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে। কন্যাশিশুর নিরাপদ পরিবেশ-সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করবেন তারা।
কন্যাশিশু এডভোকেসি ফোরামের আহ্বায়ক কমিটি গঠন
শেয়ার করুন