স্টাফ রিপোর্টার॥ গরীব ও অসহায় মানুষের পাশ্বে দাঁড়াতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে ‘বঙ্গবন্ধু মানব কল্যাণ সংস্থা’ প্রতিষ্ঠা করেছেন সমাজসেবক ও লন্ডন প্রবাসী মো: সাইফুর রহমান।
মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের নাসিরপুর এলাকায় মঙ্গলবার রাতে বঙ্গবন্ধু মানব কল্যাণ সংস্থা আত্মপ্রকাশ করে।
মোঃ তশহুদ মিয়ার সভাপতিত্বে ও খলিলপুর ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক আরমান চৌধরীর উপস্থাপনায় সর্বসম্মতিক্রমে কমিটি ঘোষণা করা হয়।
কমিটির সদস্যরা হলেন- সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি মোঃ সাজ্জাদূর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহিম ইদন, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসীন সেলিম, সাংগঠনিক সম্পাদক মোঃ উজ্জ্বল আহমেদ।
সদস্য সংগ্রহের মাধ্যমে সম্প্রতি পূণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন- খলিলপুর ইউপির ২৮টি গ্রামের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, হামরকোনা বয়েজ ক্লাব এর সদস্যবৃন্দসহ এলাকার সমাজসেবক ও গণ্যমান্য ব্যাক্তি বর্গ।