স্টাফ রিপোর্টার॥ দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে জনসাধারনকে সতর্ক থাকতে প্রচারপত্র গনসংযোগ কর্মসূচি শুরু করেছে মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ।
৬ অক্টোবর শনিবার সকালে জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ ও সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানের নেতৃত্বে মৌলভীবাজার শহরে দলীয় প্রচারপত্র বিলি ও গনসংযোগ শুরু হয়। চৌমুহনা থেকে শুরু করে কুসুমবাগ পয়েন্ট হয়ে তিনঘন্টা ব্যাপি গনসংযোগ পশ্চিমবাজারে গিয়ে শেষ হয়। এ গনসংযোগ কর্মসূচিতে জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ফজলুর রহমান, জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ, জেলা কৃষকলীগ সভাপতি জমসেদ মিয়া, জেলা তাঁতীলীগ আহবায়ক হায়দার হোসেন, জেলা মহিলা যুবলীগ সভাপতি পারভীন আক্তার বখত, জেলা ছাত্রলীগ সভাপতি আমিনুল ইসলামসহ সকল সহযোগী সংগঠনের নেতা কর্মিরা অংশ গ্রহন করেন। শেষে জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ সমাবেশে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলায় আওয়ামীলীগের গনসংযোগ কর্মসূচি শুরু হয়েছে। এ গনসংযোগ অব্যাহত থাকবে। প্রচার পত্রের মধ্যদিয়ে দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের বিরূদ্ধে জনগনকে সতর্ক থাকার আহবান জানানো হয়েছে। সেই সাথে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে আবারো নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনাকে দেশ পরিচালনার সুযোগ দিতে জনসাধারনকে আহবান জানান তিনি।