জাতীয় পার্টি শমশেরনগর ইউনিয়ন দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

কমলগঞ্জ প্রতিনিধি॥ জাতীয় পার্টি কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়ন দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। ৪ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৫টায় শমশেরনগর জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত সম্মেলনে আব্দুল মুকিত মুকুলকে সভাপতি ও আবুল লেইছকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট জাতীয় পার্টি শমশেরনগর ইউনিয়ন কমিটি গঠন করা হয়।
শমশেরনগর ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মো. ছাতির আলীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি সৈয়দ শাহাব উদ্দীন আহমদ। সম্মেলনের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কমলগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মো. দুরুদ আলী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব কামাল হোসেন, শ্রীমঙ্গল উপজেলা কমিটির সভাপতি মো. আসলম, কমলগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মো. আব্দুল মতিন, এম.এ.ওয়াহিদ রুলু, মোক্তাদির হোসেন, আব্দুল খালিক, আব্দুল আজিজ প্রমুখ নেতৃবৃন্দ।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে নবনির্বাচিত কমিটির সিনিয়র সহ-সভাপতি মানিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুনিম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মানিক, অর্থ সম্পাদক মছদ্দর আলী সহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটি।

শেয়ার করুন