শেখ হাসিনার ১০ টি উদ্যোগ ও টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলায় শেখ হাসিনার ১০ টি উদ্যোগ ও টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) এ আলোচ্য বিষয় নিয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৫ অক্টোবর বিকাল ৪টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন মেলায় উক্ত আলোচনা সভায় মৌলভীবাজার জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চীফ হুইপ, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।

বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বেগম হোসনে আরা ওয়াহিদ, মসুদ আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, মৌলভীবাজার ইসলামি ফাউন্ডেশন এর উপ পরিচালক মোঃ সিরাজুল ইসলাম, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মুফতি মো: শামছুল ইসলাম প্রমুখ। আলোচনাসভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন