স্টাফ রিপোর্টার॥ বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ৪ থেকে ৬ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত, ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ এর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর স্টল, স্টল নং ৫৩ এ বসে জুবাইর হোসেন এবং সৈয়দ মোত্তাকিন বিল্লাহ দুই জন ভোক্তার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মৌলভীবাজার সদর উপজেলা অবস্থিত ফুড প্যালেস ক্যাফে এন্ড থাই চাইনিজকে ৪,০০০ টাকা এবং শ্রীমঙ্গর উপজেলায় অবস্থিত আগ্রা কন্টিনেন্টাল রেষ্টুরেন্টকে ৪,০০০ টাকা জরিমানা আদায় করেন। আদায়কৃত জরিমানার ২৫ শতাংশ টাকা অভিযোগকারীগনকে প্রদান করা হয়। উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ ছিল নির্ধারীত মূল্যের অধিক মূল্যে পন্য বিক্রি।
অপরদিকে শনিবার মেলার ৩য় দিনে বেশ কিছু লিখিত অভিযোগের শুনানি গ্রহন করেন এবং উজ্জল চন্দ্র বিশ্বাস নামে একজন ভোক্তার লিখিত অভিযোগ নিষ্পত্তি করেন। অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে সদর উপজেলায় অবস্থিত পিকনিক ক্যাফে এন্ড রেষ্টুরেন্টকে ১,০০০ টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। আদায়কৃত জরিমানার ২৫ শতাংশ টাকা আইন অনুযায়ী অভিযোগকারীকে প্রদান করা হয়। উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ ছিল নির্ধারীত মূল্যের অধিক মূল্যে পন্য বিক্রি।