স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জে সনাতন চেতনা আন্দোলন মুন্সীবাজার আঞ্চলিক শাখার আয়োজনে শুক্রবার ৫ অক্টোবর বিকাল ৫টায় মুন্সীবাজার সার্বজনীন দুর্গাবাড়ীতে আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শাখার সভাপতি কালীপদ দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সনাতন চেতনা আন্দোলন, মৌলভীবাজার এর সভাপতি ডা: বাসুকী রঞ্জন ধর। কালীপদ দেব এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সনাতন চেতনা আন্দোলন, মৌলভীবাজার এর সহ-সভাপতি অশোক বিজয় দেব কাজল, সহ-সভাপতি অসিত রঞ্জন দেব, সাধারণ সম্পাদক এডভোকেট দীপ্তেন্দু দাশগুপ্ত কাজল, যুগ্ম সম্পাদক এডভোকেট দিপক কুমার ধর, যুগ্ম সম্পাদক অবিনাশ দেব, কোষাধ্যক্ষ শুভ্রাংশ নারায়ন মল্লিক, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রমোদ চন্দ্র দেবনাথ, কমলগঞ্জ প্রেসক্লাব সহ-সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, শিক্ষক প্রসেনজিৎ চন্দ, মুন্সীবাজার দুর্গাবাড়ীর সাধারণ সম্পাদক পীযুষ কান্তি রায়, সনাতন চেতনা আন্দোলন মুন্সীবাজার আঞ্চলিক শাখার সাংগঠনিক সম্পাদক বিধান দাস চৌধুরী, গৌরাঙ্গ দাস, মিশন দাস, গঙ্গেশ দেবনাথ, দিলীপ ঘোষ, প্রতাপ শব্দকর, উপেন্দ্র শব্দকর প্রমুখ। অনুষ্ঠানে অর্ধশতাধিক অসহায় দরিদ্র নারী-পুরুষের মধ্যে শাড়ী ও ধূতি বিতরণ করা হয়।