শ্রীমঙ্গল প্রতিনিধি॥ কমলগঞ্জে ৩দিন ব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলায় সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৬ অক্টোবর দুপুরে কমলগঞ্জ উপিজেলা প্রাঙ্গণে এ সমাপনী অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চীফ হুইপ, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, ককমলগঞ্জ আওয়ামীলীগের সভাপতি মোছাদ্দেক আহমেদ মানিক প্রমুখ।
উল্লেখ্য যে ৪ অক্টোবর অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ, উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ এই স্লোগান নিয়ে সারাদেশের ন্যায় কমলগঞ্জেও ৩দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়ে ৬ অক্টোবর সমাপ্ত হয়।