বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এবং ইসলামি ফাউন্ডেশন অব বাংলাদেশ (ইফা) মৌলভীবাজার শাখা পরিচালিত সদর উপজেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ইসলামী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী ৬ অক্টোবর শনিবার ইফার অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপি অনুষ্ঠিত প্রতিযোগিতায় জেলার সদর উপজেলা থেকে প্রায় ১২০জন শিশু হামদ/নাত, ক্বেরাত, আবৃত্তি, উপস্থিত বত্তৃতা, আজান, ৭টি বিষয়ে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ (ইফা) মৌলভীবাজার শাখার উপ-পরিচালক সিরাজুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার ও সনদ বিতরন করেন মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সম্পাদক ও দৈনিক ইত্তেফাক জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব। বক্তব্য রাখেন ইফার ফিল্ড অফিসার ইয়াহিয়া আহমদ চৌধুরী, জুলফিকার আলী বাবুল প্রমূখ।