নিজস্ব প্রতিনিধিঃ
৭ সেপ্টেম্বর (রবিবার) মৌলভীবাজারে কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী কানিহাটি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম।
জেলা প্রশাসক বিদ্যালয়টির বিভিন্ন দিকের খুঁজ খবর নেন, বিভিন্ন সমস্যা, সীমাবদ্ধতা, সম্ভবনার দিক নিয়ে আলোচনা করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদ্যালয়ের ডেক্স ও বেঞ্চ সংকট নিরসনে প্রধান শিক্ষককে আশ্বস্ত করেন। পরে তিনি একটি ডিজিটাল ক্লাসরুম পর্যবেক্ষণ করেন।
জেলা প্রশাসকের পরিদর্শন কালে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ওয়াদুদ বক্স, সদস্য লোকমান আহমদ চৌধুরী, সদস্য ও জালালাবাদবার্তা.কম এর প্রতিনিধি সাংবাদিক ছয়ফুল আলম সাইফুল, মাজহারুল ইসলাম এবং প্রধান শিক্ষক ফজল উদ্দিন আহমদ।