স্বেচ্ছাসেবকলীগের ৯১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

প্রনীত রঞ্জন দেবনাথ॥ সম্মেলনের সাড়ে ৭ মাস পর বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পেল। সাবেক ছাত্রলীগ নেতা মো: মহিউদ্দিনকে সভাপতি, এম, মাহমুদুর রহমান আলতাকে সাধারণ সম্পাদক ও মো: নজরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৯১ সদস্য বিশিষ্টি কমলগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। বৃহষ্পতিবার ৪ অক্টোবর রাতে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ নজমুল হক ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বী কমলগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ৯১ সদস্য বিশিষ্টি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন।

উল্লেখ্য, আহ্বায়ক কমিটি গঠনের দীর্ঘ প্রায় দেড় যুগ পর কমলগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়ছিল। সম্মেলনে প্রথম অধিবেশন সমাপ্ত হওয়ার পর ওই দিন রাতে দ্বিতীয় অধিবেশনে কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নির্যাতিত ছাত্রনেতা মো: মহিউদ্দিন ও মাহমুদুর রহমান আলতা-কে কমলগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সম্মেলনের সাড়ে ৭ মাস পর এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়।

শেয়ার করুন